নাম বদলাতে পারে এই মেট্রো স্টেশনগুলির

A G Bengali
নন অপারেশনাল রেভিনিউ জোগাড়ে মেট্রোর জুড়ি মেলা ভার। প্রতিদিন মেট্রো ব্যবহার করেন কয়েক লক্ষ্য যাত্রী। তাই বিজ্ঞাপনের জন্য বিভিন্ন সংস্থার পছন্দের যায়গা মেট্রো স্টেশন বা ট্রেন। সেই ঝোঁককে কাজে লাগিয়ে এবার আস্ত স্টেশন ব্র্যান্ডিংয়ের পথে হাঁটছে মেট্রো। বৃহস্পতিবার যে ৭টি স্টেশনের ‘ব্র্যান্ডিং’-এর কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে ৬টিই ব্যস্ততম। পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়ার মতো স্টেশনের নাম রয়েছে। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ এবং বেঙ্গল কেমিক্যালসও রয়েছে। এর আগে আটটি স্টেশনের ‘ব্র্যান্ডিং’ করার কথা বলা হয়েছিল। সল্টলেক সেক্টর ফাইভ, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনি চক, বরাহনগর, ফুলবাগান, সিটি সেন্টারের মতো মেট্রো স্টেশনে ব্র্যান্ডিং-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই স্টেশনগুলির তুলনায় নতুন তালিকার স্টেশনগুলিতে যাত্রী সমাগম বেশি।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কর্পোরেট সংস্থাগুলি চাইলে নিজের নাম এই স্টেশনের নামের আগে বা পরে ব্যবহার করতে পারে। এমনকি নিজেদের সংস্থার লোগোও বসাতে পারে স্টেশনের নামের সঙ্গে। জানা গিয়েছে, মেট্রো স্টেশনের ভিতরে মোট ১৫০০ বর্গফুট জায়গা পাবে সংস্থাগুলি। সেখানে বিজ্ঞাপন দিতে পারবে তারা। ৫ বছরের চুক্তি করা হবে। কর্পোরেট সংস্থাগুলির ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে যেখানে তাদের নাম বহু জনের কাছে একসঙ্গে পৌঁছনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে ব্যস্ত মেট্রো স্টেশনের নামের সঙ্গে কর্পোরেট সংস্থার নাম জোড়ার প্রস্তাব নিঃসন্দেহে আকর্ষণীয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Find Out More:

Related Articles: