আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ
এক বিবৃতিতে ফিঞ্চ বলেন, ’১৮ মাস পরে ২০২৪ সালে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নতুন ওপেনার এবং অধিনায়ককে সময় দেওয়া উচিত। আমি অত্যন্ত ভাগ্যবান যে গত ১২ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরেছি। অস্ট্রেলিয়া দারুণ জায়গায় রয়েছে। এটাই সঠিক সময় ক্রিকেটকে আলবিদা জানানোর।‘
অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ২০১১ সালে টি-টোয়েটি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় ফিঞ্চের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৮ সালে ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পান ফিঞ্চ।
আইপিএলে ন’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন অ্যারন ফিঞ্চ। এই টি-টোয়েন্টি লিগে ২০৯১ রান করেছেন অ্যারন ফিঞ্চ। ওয়ান ডে কেরিয়ারে ৫৪০৬ রান করেন অ্যারন ফিঞ্চ। রয়েছে ১৭টি শতরান এবং ৩০টি অর্ধশতরান। সর্বোচ্চ ১৫৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১২০ রান রয়েছে তাঁর। রয়েছে দু’টি শতরান এবং ১৯টি অর্ধশতরান।
পরবর্তীতে সম্ভবত মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে অ্যারন ফিঞ্চকে, এমনটাই শোনা যাচ্ছে। তবে আইপিএল খেলবেন কি না সে বিষয়ে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। আইপিএলে মেন্টর কোনও দলের হতে পারেন কি না সে বিষয়েও জানা যায়নি।