ইয়াস মোকাবিলায় হেল্প লাইন
ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। এবার ইয়াস মোকাবিলায় প্রয়োজনীয় হেল্পলাইন নম্বরগুলি জেনে নিন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপন করার কথা জানিয়েছেন। হেল্প লাইন নম্বরের কথাও জানান তিনি। সেই নম্বরগুলি হলো - ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬
এছাড়া ঘুর্ণিঝড়ের মোকাবিলায় এ বার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য বিদ্যুৎ দফতর। জনসাধারণের সুবিধার্থে ২টি হেল্পলাইন চালু করা হয়েছে। ২৫ মে থেকে এই হেল্পলাইন নম্বরটি চালু হয়েছে। ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ হেল্পলাইন নম্বর ২টি ২৫ তারিখ থেকে কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে।
এক নজরে রাজ্যের বিভিন্ন দফতরের কন্ট্রোল রুমের জেনে রাখুন-
পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (হেল্প ডেস্ক):
১০৯০ / ০৩৩-৭১২২১০৮৮ / ৮৭৭৭৮৬০৯৫৫ / ৭০৪৪০৭৫০৩৪ / ৭৯৮০১৯০৭৪১ / ৬২৯০৯০৭৬২৬
পশ্চিমবঙ্গ সরকারের হেল্পনলাইন: ১০৭০ / ০৩৩-২২১৪৩৫২৬
দমকল বিভাগের হেল্পলাইন নম্বর : ০৩৩-২২৫২১১৬৫
কলকাতা দমকল : ০৩৩-২২৪১৪৫৪৫
সেক্টর ফাইভ দমকল : ০৩৩-২৩৫৭৫২৯৩
স্বাস্থ্যভবন : ০৩৩-২৩৫৭৬০০০ / ০৩৩-২৩৩৩০১০০
WBSEDCL (কাস্টমার কেয়ার) : ১৯১২১
বিদ্যুৎ পর্যদ : ১৮০০৩৪৫৫২২১
বন দফতর : ০৩৩-২৩৩৫৭৭৫১
মুখ্যসচিব, বন দফতর : ০৩৩-২৩৩৫৪০৩০
লালবাজার ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম : ৯৮৩০৮১১১১১
লালবাজার কন্ট্রোল রুম : ০৩৩-২২১৪৩০২৪ / ২২১৪৩২৩০ / ২২১৪১৩১০
কলকাতা পুলিশ : ০৩৩- ২২৫০৫০০০
নিউটাউনের বাসিন্দাদের জন্য
NTFN Hotline : ৮৯২৯৮০৮৯৬৩
NKDA Helpline : ১৮০০১০৩৭৬৫২