ভারোত্তোলনে রুপো মীরাবাই চানুর

frame ভারোত্তোলনে রুপো মীরাবাই চানুর

A G Bengali
শনিবার চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন ইম্ফলের কন্যা মীরাবাই। এদিন বার্মিংহ্যামে ভারতের ভারোত্তোলনে জয়জয়কার। দিনের শুরু হয়েছিল সঙ্কেত সরগরের (Sanket Sargar) রুপো দিয়ে, এরপর ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। এবার স্বর্ণপদক মীরার। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা। স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮১ কিলো তোলেন বিন্দিয়ারানি। পরের বার তোলেন ৮৪ কিলো। তৃতীয় চেষ্টায় তোলেন ৮৬ কিলো। সেই বিভাগের শেষে তিনি ছিলেন তৃতীয় স্থানে। ভারোত্তোলনে দ্বিতীয় বিভাগ হল ক্লিন এবং জার্ক। সেই বিভাগেই ১১৬ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন বিন্দিয়ারানি।

ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় ১১০ কিলো তুলেছিলেন বিন্দিয়ারানি। দ্বিতীয় বার ১১৪ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। শেষ বার তিনি যখন ভারোত্তোলন করতে আসছেন সেই সময় তিনি ছিলেন তৃতীয় স্থানে। শেষ প্রতিযোগী ছিলেন তিনি। রুপো জয়ের চেষ্টায় ১১৬ কিলো তোলার সিদ্ধান্ত নেন বিন্দিয়ারানি। ভাগ্য সব সময় সাহসীদের সঙ্গ দেয় বলে শোনা যায়। বিন্দিয়ারানি সাহস দেখালেন ১১৬ কিলো তোলার। তুললেন। রুপো জিতে নিলেন তিনি।

Find Out More:

Related Articles:

Unable to Load More