নির্বাচনী সমাবেশ এবং রোডশোতে নিষেধাজ্ঞা? সিদ্ধান্ত আজ

A G Bengali
ভারতে কোভিড -১৯ সংক্রমণ ক্রমাগত বৃদ্ধির খবর পাওয়ায় নির্বাচন কমিশন নির্বাচনী সমাবেশ এবং রোডশোতে নিষেধাজ্ঞা জারি করেছিল। আজ ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India), কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব (Union Health Secretary) এবং পাঁচটি নির্বাচনী রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে। সেই বৈঠকেই নির্বাচনী সমাবেশ এবং রোড শো-তে নিষেধাজ্ঞা জারি থাকবে কি না সেই নিয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে। আর যদি বহাল থাকবে তা কতদিন বহাল থাকবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

অন্যদিকে, গোয়াতে তৃণমূল নিজেদের জমি শক্ত করতে মরিয়া। তাই ফের আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি সেখানে ফের যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘন ঘন সৈকত রাজ্যে পা রাখাই প্রমাণ করছে গোয়া বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে গোয়ায় রওনা হবেন তিনি। সূত্রের খবর, ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সেখানে থাকবেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর পাওয়া গিয়েছে, গোয়ায় জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনী স্ট্র‌্যাটেজি সাজাতেই বারবার কোঙ্কন উপকূলে যাচ্ছেন অভিষেক। সেখানে গিয়ে একাধিক দলীয় বৈঠক সারবেন অভিষেক। এমনকী গোয়ায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তিনি। তাই অভিষেকের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

Find Out More:

Related Articles: