প্রশাসনে রদবদল মমতার

A G Bengali
নির্বাচন পর্ব মিটে গিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব সরকারকে ফিরিয়ে দিয়েছে কমিশন। বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে শপথ নিয়েই সোজা নবান্নে চলে যান তিনি। সচিবালয়ে ঢোকার মুখে গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশে এই বদলের কথা জানান মমতা। কমিশনের নিয়োগ করা ডিজিকে দমকল বিভাগের ডিজি ও এডিজি জগমোহনকে সিভিল ডিফেন্সে বদলি করেছে নবান্ন। 
ভোটের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরে পূর্ব মেদিনীপুর জেলার তৎকালীন জেলাশাসক বিভু গয়ালকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। জেলাশাসক হিসেবে নিয়ে আসা হয় স্মিতা পাণ্ডেকে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা শপথ নেওয়ার পরেই স্মিতাকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে আনা হয়েছে পূর্ণেন্দু মাজিকে। পূর্ণেন্দু এর আগে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব ছিলেন। অন্য দিকে স্মিতাকে ওয়েবল-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। এ ছাড়া পুলিশ প্রশাসনেও হয়েছে একাধিক বদল। ডিজি পদে বীরেন্দ্র ও এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিমকে ফিরিয়ে আনা হয়েছে। বদলি করা হয়েছে পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কেও। তাঁকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিংয়ে। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে রাহুল মজুমদারকে।

অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দুপুরে লোকাল ট্রেন বন্ধের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কত দিনের জন্য, তা অস্পষ্ট ছিল। রাতে নবান্ন (Nabanna) বিজ্ঞপ্তি দিয়ে জানাল, আপাতত ১৪ দিনের জন্য বন্ধ থাকছে লোকাল ট্রেন চলাচল।

Find Out More:

Related Articles: