গত ২৪ ঘণ্টায় কিছুটা কম দৈনিক সংক্রমণ

frame গত ২৪ ঘণ্টায় কিছুটা কম দৈনিক সংক্রমণ

A G Bengali
দেশের দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই একটু হলেও কমেছে। শনিবার তা ৪ লক্ষ ছাড়িয়েছে। রবিবার ৩.৯২ লক্ষ, সোমবার ৩.৬৮ লক্ষের পর মঙ্গলবার দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তা বিশ্বে কোনও দেশে গোটা অতিমারি পর্বে হয়নি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল।

অন্যদিকে, জীবনদায়ী ড্রাগ Remdesivir নিয়ে ফের নয়া নির্দেশিকা জারি করল সরকার।নির্দেশিকায় উল্লেখ,  স্রেফ   Remdesivir-ই নয়, কোভিড চিকিৎসায় প্রয়োজন্য অন্য ঔষুধের ক্ষেত্রে একই নিয়ম বলবৎ থাকবে। এর আগেও   Remdesivir নিয়ে নির্দেশিকা জারি করেছিল সরকার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। বরং আপতকালীন পরিস্থিতি রাজ্যে ওষুধের আকাল আরও বেড়েছে। এদিকে করোনা পরিস্থিতিতে অক্সিজেনেরও হাহাকার পড়ে দিয়েছে বাংলায়। অনেকের মতে, পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকা ও কিছু অসাধু মানুষের জন্য এই সমস্যা। এই পরিস্থিতি হাসপাতালগুলিতে অক্সিজেনের অপচয় রুখতেও ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে সরকার। সেই নির্দেশিকা পৌঁছেও গিয়েছে হাসপাতালগুলিতে।  এদিকে করোনা পরিস্থিতিতে অক্সিজেনেরও হাহাকার পড়ে দিয়েছে বাংলায়। অনেকের মতে, পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকা ও কিছু অসাধু মানুষের জন্য এই সমস্যা। এই পরিস্থিতি হাসপাতালগুলিতে অক্সিজেনের অপচয় রুখতেও ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে সরকার। সেই নির্দেশিকা পৌঁছেও গিয়েছে হাসপাতালগুলিতে।  এদিকে করোনা পরিস্থিতিতে অক্সিজেনেরও হাহাকার পড়ে দিয়েছে বাংলায়। অনেকের মতে, পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকা ও কিছু অসাধু মানুষের জন্য এই সমস্যা। এই পরিস্থিতি হাসপাতালগুলিতে অক্সিজেনের অপচয় রুখতেও ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে সরকার। সেই নির্দেশিকা পৌঁছেও গিয়েছে হাসপাতালগুলিতে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More