চাহালের নতুন রেকর্ড

A G Bengali
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন যজুবেন্দ্র চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনও বোলার একদিনের ক্রিকেটে চার বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে চার উইকেট নিয়ে নজির গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে 'ক্রিকেটের মক্কা' লর্ডসে একদিনের ক্রিকেটে সেরা বোলিং ফিগারের মালিক এখন যুজি। চাহালের দাপটেই শুরুতেই ইংল্যান্ডের (England) ব্যাটিং অর্ডার ধাক্কা খায়। জনি বেয়ারস্টো (৩৮), জো রুট (১১), বেন স্টোকসদের (২১) তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে বড় ধাক্কা দেন যুজি। পরে ৬৪ বলে ৪৭ করে ইংল্যান্ডের হাল ধরেছিলেন মঈন আলী। তাঁকেও প্যাভিলিয়নের রাস্তা দেখান এই লেগ স্পিনার।

অন্যদিকে, ২৪৬ রান তোলার পর জয়ের জন্য দ্রুত ভারতের ব্যাটারদের আউট করার পরিকল্পনা কাজে লাগায় খুশি বাটলার। ইংল্যান্ড অধিনায়ক প্রশংসা করেছেন টোপলের। তিনি বলেছেন, ‘‘টোপলে দুর্দান্ত বোলিং করেছে। আমাদের দলের জন্য দিনটা বিশেষ। জয় পেতে ভালই লাগে। কিন্তু দ্বিতীয় ম্যাচে কয়েকটা বিষয় আমাদের পক্ষে ইতিবাচক হয়েছে। আমাদের দল গত কয়েক বছর ধরেই ভাল ক্রিকেট খেলছে। আমরা নিজেদের ক্রিকেটের চরিত্র তুলে ধরতে পেরেছি। সেটাই আমাকে বেশি খুশি করেছে।’’ বাটলারের সংযোজন, ‘‘জয় পেলেও নিজেদের সেরা ব্যাটিং করতে পারিনি। তাও লড়াই করার মতো রান উঠেছিল। সাধারণত লর্ডসের উইকেটে প্রথমে ব্যাট করলেই সুবিধা হয়। তাই আমরা ইতিবাচক ছিলাম। মইন আর উইলি দারুণ জুটি তৈরি করে আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়। খুব বড় রান না হওয়ায় দ্রুত উইকেট চেয়েছিলাম আমরা। প্রতিপক্ষকে চাপে রাখার সেটাই উপায় ছিল।’’

Find Out More:

Related Articles: