সংক্রমণ কিছুটা কমলো! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৪০

A G Bengali

মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯৬ জন। বুধবার সেই সংখ্যা অবশ্য কিছুটা কমলো। আজ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সবে মিলিয়ে এখনও প্রর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা গিয়ে হল ২৭৩। কো-মরবিটিতে মৃত ৭২ জন।

অন্যদিকে, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে সুন্দরবন অঞ্চলে ধাপে ধাপে ৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। আগামী ৫ জুন পরিবেশ দিবস। রাজ্য জুড়ে বৃক্ষরোপণ এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গাছগুলি নতুন করে প্রতিস্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে বন দফতর, পরিবেশ দফতর এবং কলকাতা পুরসভা। কলকাতাতে ঘূর্ণিঝড়ের জেরে পাঁচ হাজারের কাছাকাছি গাছ পড়েছে। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে প্রায় ১৬ লক্ষ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। তার জন্য রাজ্য জুড়ে প্রায় সাড়ে ৬ কোটি গাছ লাগানো হবে। এ দিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। আমপান পরবর্তী ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে রূপরেখা ঠিক করে দেন। তিনি বলেন, “সুন্দরবনে ক্ষয়ক্ষতি ভালই হয়েছে। ওই এলাকায় মাটি শক্ত করতে আরও ম্যানগ্রোভ লাগাতে হবে। নতুন করে সবুজ তৈরি করতে হবে। রাজ্যের থানাগুলোকে বলছি, কম লোক নিয়ে নিজের নিজের এলাকায় গাছ লাগাতে হবে।”

সংক্রমণ কিছুটা কমলো! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৪০. Covid 19

Find Out More:

Related Articles: