করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে কাউন্সিলরের বার্তা, "চিকিৎসায় এই রোগ সেরে যায়, গুজব ছড়াবেন না"

frame করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে কাউন্সিলরের বার্তা, "চিকিৎসায় এই রোগ সেরে যায়, গুজব ছড়াবেন না"

A G Bengali

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এবং গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। অন্যদিকে, করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে কাউন্সিলরের বার্তা, "চিকিৎসায় এই রোগ সেরে যায়, গুজব ছড়াবেন না"। তিনি বলেন, "ভয় পাবেন না, এই রোগ হলেও সঠিক চিকিৎসায় সেরে যাওয়া যায়।" করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে রাজ্যবাসীকে এমনই বার্তা দিলেন মধ্যমগ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব ব্যক্তির। গত বৃহস্পতিবারই বেলেঘাটা আইডি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। যাকে কার্যত পুনর্জন্ম বলেই মনে করছেন বৃদ্ধ।    

অন্যদিকে, ২১ দিন লকডাউনের পর ফের দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এই ঘোষণার পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে ১৭০টি করোনা হটস্পট বেছে নিয়েছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৪টি জেলা। আবার নন হটস্পট ২০৭টি জেলাও চিহ্নিত করেছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৮টি জেলা। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। আর নন হটস্পট জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া দেশের ৬টি মেট্রো শহরকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা ছাড়াও ‘হটস্পট’ হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রাকে।

Find Out More:

Related Articles:

Unable to Load More