শবরীমালা মামলা গেল বৃহত্তর বেঞ্চে, রাফালে মামলা খারিজ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাও খারিজ

Paramanik Akash
 রাহুল গান্ধীকে ধমক দিলেন দেশের শীর্ষ আদালত।  রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে লোকসভা ভোটে  রাহুল গান্ধির স্লোগান ছিল 'চৌকিদার চোর হ্যায়'৷
এরপরে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট মোদি সরকারকে রাফাল বিষয় নিয়ে ক্লিনচিট দেওয়ার পরেও রাহুল বলেছিলেন, 'চৌকিদার চোর হ্যায়'৷ ওই মন্তব্যে আদালত অবমাননা মামলার রায়ে স্বস্তি পেলেন রাহুল গান্ধি৷ আজ বৃহস্পতিবার এই মামলায় তাঁকে আদালত সতর্ক করে, রাহুল গান্ধিকে ভবিষ্যতে সংযত হতে হবে মন্তব্য নিয়ে৷ ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে সতর্ক হতে হবে৷ এই কথার পরিপ্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি৷ সেই মামলার রায়ে এ দিন যে কোনও মন্তব্যের বিষয়ে রাহুলকে সতর্ক হওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত৷
বৃহস্পতিবার পরপর তিনটি গুরুত্বপূর্ণ মামলার রায় দান করল সুপ্রিমকোর্ট। কেরলের শবরীমালা মন্দিরে রায়ের রিভিউ পিটিশন, রাফায়েল মামলার রিভিউ পিটিশন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা ফৌজদারি অবমাননা মামলার রায় দান করল সুপ্রিম কোর্ট। অযোধ্যা মামলার রায়ের পর মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর অবসরের আগেই এই তিন গুরুত্বপূর্ণ মামলার রায়। এর আগে বুধবার কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের নিয়ে মামলার রায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের সমস্ত , শবরীমালা মামলা গেল বৃহত্তর বেঞ্চে, রাফালে মামলা খারিজ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাও খারিজ 


Find Out More:

Related Articles: