আবার এল ‘আচ্ছে দিন’, উৎসবের মরসুম শেষ হতেই ৭৬ টাকা বাড়ল গ্যাসের দাম

frame আবার এল ‘আচ্ছে দিন’, উৎসবের মরসুম শেষ হতেই ৭৬ টাকা বাড়ল গ্যাসের দাম

Paramanik Akash
 উৎসবের মরসুম শেষেই ফিরে এল মোদী সরকারের ‘আচ্ছে দিন’। দীপাবলি ভাইফোঁটা শেষ হতে না হতেই মধ্যবিত্তদের পকেটের চাপ কয়েকগুণ বাড়িয়ে একধাক্কায় বৃদ্ধি করা হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ফলে ফের একবার সাধারণ মানুষের হেঁসেলের চাপ যে বাড়তে চলছে তা চোখ বন্ধ করেই বলা যায়।
শুক্রবার সকাল থেকেই কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একধাক্কায় বেড়েছে ৭৬ টাকা। ফলে আজ, অর্থাৎ ১ নভেম্বর থেকে কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৭০৬ টাকা।
তবে রান্নার গ্যাসে যারা ভর্তুকি পান নভেম্বর থেকে তারা সিলিন্ডার প্রতি কত টাকা ভর্তুকি পাবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কেননা এই বিষয়ে কেন্দ্রের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। এই বর্ধিত দাম শুধুমাত্র ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেখানে গ্যাসোলিন ও কাঁচাতেলের দাম কম থাকলেও কেন্দ্রের তরফে বারবার কেন মূল্যবৃদ্ধি করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। এর পেছনে একটাই যুক্তি কাজ করতে পারে।
তা হল চলতি অর্থবর্ষে রাজস্ব আদায়ের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বহু পিছিয়ে রয়েছে কেন্দ্র। ফলে রাজকোষে পড়েছে টান। সেই টানের জোগান পেট্রোল-ডিজেল ও গ্যাসের ওপর অতিরিক্ত কর বসিয়েই আদায় করতে পারে কেন্দ্র। সম্ভবত সেই কারণেই নতুন করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
বলাই বাহুল্য, একই কারণে গ্যাসের পর পেট্রোলের দামও যে বৃদ্ধি পাবে তা এখন থেকেই বলে দেওয়া যায়। যার ফলে পাল্লা দিয়ে গৃহস্থালি দ্রব্যের মূল্যও বৃদ্ধি পাবে।
 ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার এক ধাক্কায় ৭৬ টাকা দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাসের। ৬৩০ টাকা থেকে বেড়ে হল ৭০৬ টাকা হল ভর্তুকিহীন গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাত থেকেই বর্ধিত দাম কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই বর্ধিত দাম শুধুমাত্র ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার বর্তমান মুল্যেই নিয়মমতো মিলবে বলে জানানো হয়েছে। তবে এক ধক্কায় এতটা ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ায় হ্মুব্ধ বহু মধ্যবিত্ত পরিবার।


Find Out More:

gas

Related Articles:

Unable to Load More