জামিনের পর প্রথম সাংবাদিক সম্মেলন পরীমণির

A G Bengali
'টিম প্রীতিলতা' আয়োজিত 'মিট দ্য প্রীতিলতা' সাংবাদিক সম্মেলন। শুরুতেই মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের চিঠি পাঠ। বিপ্লবী প্রীতিলতার আত্মাহুতি দিবসে তাঁকে স্মরণ করা হল এ ভাবেই। পরিচালক রাশিদ পলাশ এবং চিত্রনাট্যকার গোলাম রাব্বানী 'প্রীতিলতা' চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে বক্তব্য রাখলেও এ সন্ধ্যায় সাংবাদিকদের প্রধান নজর ছিল পরীমণির উপরেই। এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব অভিনেত্রী পরীমণি। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হন কিছুদিন আগে। অনেক টালবাহানার পর জামিনে মুক্তি পান। তার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি। সকলের আগ্রহ তুঙ্গে থাকলেও পরীমণি 'প্রীতিলতা' ছাড়া অন্য কোনও বিষয়ে মুখ খুললেন না।

অন্যদিকে, একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। আগামী এক বছরে ফিরছে একাধিক জনপ্রিয় ওয়েবসিরিজ। একদিকে পরিচালকের আসনে অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya), অন্যদিকে প্রথমবার ওয়েবসিরিজে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এই পুজোয় মুক্তি পেতে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের(Srijit Mukherjee) 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Pratyabartan), এরপর ২০২২ সালে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ফেলুদাকে (Feluda) নিয়ে আসবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যদিও বর্তমানে আড্ডা টাইমসে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক। কিন্তু পরবর্তীকালে হইচইয়ে দেখা যাবে সৃজিতের ফেলুদাকে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) তৈরি করছেন ওয়েব সিরিজ 'টিকটিকি'(Tiktiki)। দুই মহারথীর দ্বৈরথ দেখা যাবে এই ওয়েব সিরিজে। দুই মুখ্য চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অনির্বান ভট্টাচার্য। ফিরছে মন্টু পাইলট (Montu Pilot)। দেবালয় ভট্টাচার্যের (Debalaya Bhattacharya) এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে হাজির হচ্ছেন পর্দার মন্টু পাইলট সৌরভ দাস (Saurav Das)। স্বপনকুমারের গল্প অবলম্বনে অনির্বান ভট্টাচার্য তৈরি করছেন ওয়েব সিরিজ 'বটতলার গোয়েন্দা'।

Find Out More:

Related Articles: