প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়নি ; ফলে প্রসার ভারতীর কর্তৃপক্ষের রোষানলে পড়ে সাসপেন্ড আধিকারিক

Paramanik Akash
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি লাইভ সম্প্রচার না করার দায়ে প্রসার ভারতী কর্তপক্ষ এক আধিকারিককে সাসপেন্ড করেছে বলে অভিযোগ । ঘটনার বিবরণে জানা গেছে , মাদ্রাজ আইআইটিতে সম্প্রতি প্রধানমন্ত্রী বক্তব্য দেন । কিন্ত সেই বক্তব্য সরাসরি সরকারি টিভিতে বা ডিডি পঢ়িগাই চ্যানেলে সম্প্রচার করা হয়নি । আর এই অপরাধে চেন্নাইয়ে ডিডি পঢ়িগাই চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতীকে সাসপেন্ড করা হয়েছে। তবে নরেন্দ্র মোদীর বক্তৃতা সম্প্রচার না করার কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে সাসপেনশন অর্ডারের কোথাও উল্লেখ নেই। বরং বসুমতী শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা করেন নরেন্দ্র মোদী। তার আগে চেন্নাই বিমানবন্দর থেকে বেরিয়ে বিজেপি সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন। সবমিলিয়ে ওই দিন নরেন্দ্র মোদীর তিনটি অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার কথা ছিল ডিডি পঢ়িগাই চ্যানেলে। কিন্তু প্রসার ভারতীর তরফে নির্দেশ থাকা সত্ত্বেও, বাকি দু’টি অনুষ্ঠান দেখালেও, সমাবর্তন অনুষ্ঠানে মোদীর ভাষণ না দেখিয়ে ওই সময় তামিল গান এবং অন্য অনুষ্ঠান চালানো হয় বলে অভিযোগ ওঠে । 
৩০ সেপ্টেম্বরের পরের দিন  ১ অক্টোবর আর বসুমতীকে সাসপেনশনের নির্দেশ ধরান প্রসার ভারতীর সিইও শশীশেখর ভেম্পতি। তাতে বলা হয়, ১৯৬৫ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস আইনের আওতায় আর বসুমতীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড–ই থাকবেন তিনি। অনুমতি ছাড়া রাজ্য এবং চেন্নাইয়ে দূরদর্শনের সদর দফতর ছেড়ে যেতেও পারবেন না।


Find Out More:

Related Articles: