গত শুক্রবার কলকাতা হাই কোর্ট রাজীব কুমারের গ্রেফতারির উপর স্থগিতাদেশ তুলে নিতেই বিকেলে পার্ক স্ট্রিটের বাড়িতে যান সিবিআই অফিসাররা। সেখানে এডিজি সিআইডি না থাকায়, তাঁর স্ত্রী’র হাতে নোটিশ দিয়ে আসেন সিবিআই অফিসাররা। রাজীব কুমারকে শনিবার সকাল ১০টা সময় দেওয়া হলেও তিনি যাননি। ই-মেল মারফত একমাসের সময় চেয়েছেন বলে সূত্রের খবর। তাহলে কী এবার নবান্নে রাজীব কুমারের খোঁজে চিঠি দিতে গিয়েছিলেন সিবিআই-এর আধিকারিকরা। রবিবার বিকেলে ৫টা ২০ মিনিট নাগাদ নবান্নে য়ান সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁদের হতে ছিল ৪টি চিঠি। মুখবন্ধখামে ৪টি চিঠি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে দিতে গিয়েছিল সিবিআই। রাজীব কুমার সংক্রান্ত চিঠি কিনা, তা বলতে চাননি সিবিআই প্রতিনিধিরা। তবে খানিকক্ষণ নবান্নের গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় সিবিআইয়ের দুই আধিকারিককে। তারপর তাঁদের ভিতরে নিয়ে যাওয়া হয়। পাঁচ মিনিটের মধ্্যেই তাঁরা বেরিয়ে আসেন। বেরিয়ে এসে জানান, দুটি চিঠি রিসিভ করা হযেছে। বাকি দুটি চিঠি সোমবার দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ রবিবার ছুটির দিন থাকায় রিসিভ করা যায়নি।
উল্লেখ্য, শনিবার আইনি পরামর্শ নিতে আইনজীবী ওয়াইজে দস্তুরের বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে প্রায় দেড় ঘন্টার বেশি বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তদন্তকারীরা। শুধু বলেন, কাগজ পত্র খতিয়ে দেখা হবে। আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।