আত্মঘাতী প্রেমিকা

Paramanik Akash
চার বছর ধরে প্রেমের সম্পর্ক, বিয়েও পাকা হয়ে যায় l হটাৎ ছন্দ পতন ঘটে গভীর সম্পর্কের, প্রেমিকের গায়ের রঙ কালো ও আর্থিক দুর্বল l তাই বিয়ে করতে বেঁকে বসে প্রেমিকা l এর পরেও থেমে থাকেনি প্রেমিকা l তাঁর পরেও দিতে থাকে একের পর এক  হুমকি l এই হুমকি ও অপমান সইতে না পারায় নিজের ঘরে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতীর পথ বেছে নিলো কালনার বড় মিত্র পাড়ার যুবক রাজেশ নাথ l আত্মীয়র বাড়িতে গিয়েই হুগলির পাণ্ডুয়ার সরাই গ্রামের একটি মেয়ের সাথে পরিচয় হয় কালনার বড় মিত্র পাড়ার বাসিন্দা ও পেশায় বেসরকারি সংস্থার কর্মী রাজেশ নাথের l দিন কে দিন এই সম্পর্ক ওই তরুণীর সাথে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে l দেখতে দেখতে এই সম্পর্ক চার বছর গড়ায় l এই প্রেমিক প্রেমিকার ঘটনা উভয়ের বাড়িতে জানা জানি হতেই বিয়ের তোর জোর শুরু হয়, প্রায় চার মাস আগে মেয়ে পক্ষ থেকে হিন্দু শাস্ত্রে মতে বিয়ের জন্য ছেলেকে আশীর্বাদ করে l দুজনার গভীর সম্পর্কের মাঝে হটাৎ ফাটল ধরে ছেলের অর্থ নৈতিক দুর্বলতা ও গায়ের রঙ কালো তাই বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক l প্রেমিকের এই কথা মানতে পারেনি রাজেশ তাই প্রেমিকাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও মন গলেনি প্রেমিকার, বরং প্রেমিকের উদ্যেশে পুলিশের হুমকি দেখায় প্রেমিকা l বরং অন্য ছেলের সঙ্গে প্রেমিকার নতুন সম্পর্ক গড়ে ওঠে এমন টাই দাবি করে প্রেমিকা l তাঁর পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়ে রাজেশ l গায়ের রং কালো ও অর্থ বান হতে না পাড়ায় প্রেমিকের কাছ থেকে এমন অমানবিক অপমান হওয়ায় মির্ত্যুর পথ বেছে নিতে বাধ্য হয় প্রেমিক l মৃত দেহের কাছ থেকে পাওয়া যায় চার পাতার সুসাইট নোট, তাঁর মধ্যে প্রেমিকা ও তাঁর দিদি জামাইবাবুর কড়া শাস্তির দাবি করে মৃত রাজেশ l


Find Out More:

Related Articles: