‘ব্রহ্মাস্ত্র’ এগিয়ে চলেছেই

A G Bengali
বলিউডের ভরাডুবির মাঝেও ভেসে ওঠা রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-কে এ কালের সফলতম ছবি বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা। সেই পোস্টেই আরও এক তথ্য দিয়েছেন দর্শকের জন্য, লিখলেন ‘বিশ্ব জুড়ে বছরের সেরা হিন্দি ছবি’। এর পর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শারদ-শুভেচ্ছা বর্ষণ করেছেন অয়ন। পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে ‘ব্রহ্মাস্ত্র’ অতিপ্রাকৃত শক্তির জয়গান গেয়েছে। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভট্ট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।

অন্যদিকে,  দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'আপনাদের সকলকেই জানাই শুভ বিজয়া, দসেরা। বিশেষ করে মাতৃপুজোর আরাধনা। নিশ্চয়ই দশমীতে আমাদের মনখারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে, আমরা উৎসাহিতও হই। এটা মা-র চলে যাওয়া নয়। মা আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তাই মিষ্টিমুখে একটাই চাওয়া, সবাই যেন মিষ্টি থাকে। সবাই যেন ভালো থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।' রীতি অনুযায়ী, দর্পণে হয় দেবীর নিরঞ্জন। দর্পণে প্রতিমা নিরঞ্জন হলেই, শুরু হয়ে যায় শুভ বিজয়ার প্রীতি-শুভেচ্ছা জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর ঘরের মেয়ে উমা কৈলাসে ফিরে যাওয়ার আগে শিব-ঘরণীকে বরণ করে নেন মেয়ে-বউরা। তারপরই একে অপরের সঙ্গে মেতে ওঠেন সিঁদুরখেলায়। দশমীতে সিঁদুরখেলা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এরপর হয় প্রতিমার কাঠামোর আনুষ্ঠানিক বিসর্জন। তারপরই কোলাকুলি থেকে মিষ্টিমুখ, চলতে থাকে।

Find Out More:

Related Articles: