দেখে নিন 'পোন্নিয়িন সেলভান' -এ ঐশ্বর্যের লুক

frame দেখে নিন 'পোন্নিয়িন সেলভান' -এ ঐশ্বর্যের লুক

A G Bengali
Pazhuvoor-এর রানি নন্দিনীর চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চনকে সুন্দর লাগছে। তার ঐতিহ্যবাহী চেহারা তার ভক্তদের তার সম্পর্কে পাগল করে তুলেছে। পরনে ট্রাডিশনাল শাড়ি, গা ভর্তি গয়না। চোখে মুখে অদ্ভুত দীপ্তি। এভাবেই সামনে এলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ছবি নির্মাতাদের তরফে 'পোন্নিয়িন সেলভান'-এ ঐশ্বর্যর লুক প্রকাশ করে লেখা হয়েছে, 'প্রতিহিংসার সুন্দর মুখ! পাজুভোর-এর রানি নন্দিনীর সঙ্গে আলাপ করুন।'' তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস  পন্নিয়িন সেলভান (দ্য সন অফ পোন্নি) অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই ছবির গল্প।  যখন পরিবারের উত্তরসূরী অন্তর্দ্বন্দ্বের ফলে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়।


অন্যদিকে, অসুস্থ হয়ে পড়েছিল সিদ্ধার্থের বাবা। তাকে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল অনুরাধা। শুধু তাই নয়। ব্যস্ত সমরেশ যাতে তার শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখে, সে দিকেও নজর তার। এক গাড়ি চালিয়ে অফিস যেতে চেয়েছিল সমরেশ। সঙ্গে নিয়ে যেতে চায়নি কাউকেই। যে-ই চেটে চেয়েছে, তারই কপালে জুটেছে বকুনি। এ হেন অবস্থায় মুশকিল আসান করে অনুরাধা। সমরেশের সঙ্গে যায় সে। বাকি সবাইকে বকেছে ঠিকই। তবে অনুরাধাকে নিয়ে যেতে রাজি হয় সমরেশ। দু'জনের এই রসায়নে খুশি মিঠাই, শ্রীতমা, রাতুলরা। তারা চায়, অনুরাধার নতুন জীবন শুরু হোক সমরেশের। সিদ্ধার্থ যদিও উল্টো পথে হাঁটছে। নিজের মায়ের জায়গায় অন্য কাউকে দেখতে রাজি নয় সে। গোপালের কাছে প্রার্থনা করে মিঠাই। সে চায়, জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করুক সমরেশ। স্ত্রীর মনের কথা সিদ্ধার্থের অজানা নয়। কিন্তু সে নিজে কী চায়? স্বপ্নেই সেই উত্তর পায় সে।

Find Out More:

Related Articles:

Unable to Load More