শনি ও রবিবার কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বৃষ্টি হলেও এখনও গরম কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে রাতারাতি এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩ শতাংশ। শুক্রবার মধ্যরাত থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭.৯ মিলিমিটার (আলিপুরে)। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হবে (Rainfall Forecast)। বজ্রপাতও চলবে। ভ্যাপসা গরমে আপাতত কোনও সম্ভাবনা নেই বঙ্গে। আর আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণের ইঙ্গিত মিলেছে। রবিবার পর্যন্ত দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, মৌসম ভবন সাম্প্রতিক পূবার্ভাসে জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘ সময়ের গড়ের (এলপিএ) তুলনায় ৯ শতাংশ বেশি। ১৯৭১ সাল থেকে ২০২০ সালের মধ্যে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬৭.৯ মিলিমিটার। গত বছরে কিছুটা কম হলেও ২০১৯ সাল থেকে বর্ষার সময় উদ্বৃত্ত বৃষ্টি হচ্ছে। সে বছর জুন থেকে সেপ্টেম্বর— যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ২০২০ সালেও দেশে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। সে বার অগস্টে ২৭ শতাংশ এবং সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে ৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।