বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

A G Bengali
আগেই সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হাওয়া সম্ভবনা রয়েছে। বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দু-এক জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও জলীয়বাষ্পের কারণে আর্দ্রোতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৫ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রোতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় দিনের প্রথমভাগে অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের। উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী দু-তিন দিন বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে।

Find Out More:

Related Articles: