সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে পারেন শাহরুখ

A G Bengali
ছেলে আরিয়ান খান বাড়ি ফিরতে ঢাক, ঢোল বাজানো হয়েছে। পুড়েছে আতশবাজি। হনুমান চালিশা পাঠও হয়েছে। শোনা যাচ্ছে, ছেলেকে ফিরে পেয়ে মুম্বইয়ের জাগ্রত সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যেতে পারেন শাহরুখ খান। মন্নতে গণেশ চতুর্থী উদযাপন করেন শাহরুখ। তাঁর ঘরেও রয়েছেন গণপতির মূর্তি। খান পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, আরিয়ানের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন শাহরুখ। ছেলের মুক্তির পর সিদ্ধিবিনায়ককে ধন্যবাদ জানাতে মন্দিরে যাবেন কিং খান।  চলতি বছরও নেটমাধ্যমে বাপ্পার ছবি দিয়ে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছিলেন।

অন্যদিকে, দাদা জেল থেকে বাড়ি ফিরেছেন। ছোট ভাই আনন্দে আত্মহারা। মা-বাবা প্রশান্তির ঘুম দিয়েছেন রাতে। এ বার শান্তিতে রাত জাগতে পারবেন সুহানা খান। দাদা আরিয়ান খান জামিন পাওয়ার পরেই হ্যালোইন পার্টিতে মাতলেন তারকা-সন্তান। শীত আসার আগে হ্যালোইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলি। অক্টোবরের শেষে ভুতুড়ে আবহে সাজানো হয় শহর থেকে গ্রাম। আপাতত সেই দেশই 'বাদশা'-কন্যার ঠিকানা। তাই দেশের সঙ্গে মিলিয়ে বেশ ধরেছেন সুহানা। ভুতুড়ে অনুষঙ্গের পার্টিতে মেতে উঠেছেন আরিয়ানের বোন। তাঁর কেবল একটি ছবিই প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাঁদের ছবি দিয়েছেন। ছবির নীচের মন্তব্য বাক্সে সুহানা সেই বান্ধবীকে ভালবাসাও জানিয়েছেন। নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ্যে একাধিক নাটক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে তারকা-কন্যা জানিয়েছিলেন, তিনি অভিনয় করতে চান। কিন্তু পড়াশোনা শেষ না করা পর্যন্ত সে দিকে পা বাড়ানোয় নিষেধাজ্ঞা বাবার। তাই এখনও পর্যন্ত সে অর্থে ‘অভিনেত্রী’ হয়ে ওঠেননি ‘পড়ুয়া’ সুহানা।

Find Out More:

Related Articles: