মাদক-কাণ্ডে অনন্যা পাণ্ডেকে এনসিবি-র জিজ্ঞাসাবাদ

A G Bengali
বৃহস্পতিবার বলিউড অভিনেতা অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বাড়িতে হানা দেয় এনসিবি। বেশ কিছুক্ষন তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসাররা। সেখান থেকেই উদ্ধার করা হয় বেশ কিছু জিনিসপত্র। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই উঠে এসেছে অনন্যার নাম। এনসিবির (NCB) তরফ থেকে জানা যায় যে, অনন্যার সঙ্গে বেশ অনেকবারই ড্রাগ নিয়ে কথা হয়েছে আরিয়ানের। মোবাইল চ্যাটে তাঁকে অ্যানি বলে সম্বোধন করেছেন আরিয়ান। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে নিজেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাই খবর।

অন্যদিকে, ফের নতুন করে ধস নামছে। তার ফলে এখনও সড়ক পরিবহণ বন্ধ হয়ে আছে পাহাড়ের অনেক জায়গায়। কিছু কিছু সড়ক অবশ্য খোলা হয়েছে। কিন্তু বৃহস্পতিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তার প্রভাব যোগাযোগ ব্যবস্থার উপরে পড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এখনও অনেক রাস্তা বন্ধ থাকায় বহু জায়গায় আটকে রয়েছেন পর্যটকরা। দ্রুত রাস্তা পরিষ্কার করে পর্যটকদের সমতলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন। কিছু কিছু রাস্তা খোলা হয়েছে। কিন্তু যত ক্ষণ না ধস পুরোপুরি থামছে তত ক্ষণ পর্যটকরা সমস্যায় পড়বেন। তাই এই সময় অন্তত তিন দিন পর্যটকদের পাহাড়ে আসতে নিষেধ করা হয়েছে। কিছু কিছু রাস্তা খোলা হয়েছে। কিন্তু যত ক্ষণ না ধস পুরোপুরি থামছে তত ক্ষণ পর্যটকরা সমস্যায় পড়বেন। তাই এই সময় অন্তত তিন দিন পর্যটকদের পাহাড়ে আসতে নিষেধ করা হয়েছে।

Find Out More:

Related Articles: