রাজের জামিনের পর শিল্পার বার্তা

A G Bengali
দু’মাস হাজতবাসের পর সোমবার জামিন পেয়েছেন রাজ। তাঁরই সঙ্গে সহকারী রায়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত। গত শনিবার আদালতে জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ। সেখানে বলা হয়েছিল, তাঁকে ফাঁসানো হচ্ছে। রাজ যে পর্ন বানানোর সঙ্গে যুক্ত, তার কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই। তাই ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন রাজ। সোমবার রাজের জামিনের পর তাঁর আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জানিয়েছেন, ''ইতিমধ্যেই শেষ হয়েছে পুলিসের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে রাজের।'' সম্প্রতি আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বই পুলিস (Mumbai Police)। সেই চার্জশিটে রয়েছে রাজের 'হটশটস' (Hotshots) ও 'বলিফেম'(Bollyfame) কোম্পানির মালিকানা ও রাজস্ব সংক্রান্ত নানা তথ্য। চার্জশিটে রয়েছে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বিবৃতি। তিনি বলেছেন, নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। রাজের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অভিনেতা।

বিগত কয়েক দিন ইনস্টাগ্রামে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শিল্পা। কখনও সেখানে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, কখনও আবার দেখা গিয়েছে নতুন করে ভবিষ্যৎ তৈরির আভাস। আজ রাজের জামিনে মুক্তির পর শিল্পা পোস্ট করেন, ‘খারাপ একটা ঝড়ের পর ভাল কিছুও ঘটে। রামধনুই তার প্রমাণ।’ তবে স্বামীর বাড়ি ফেরার খবরে শিল্পা যে খানিক নিশ্চিন্ত, তা এই পোস্ট দেখে বুঝতে বাকি থাকে না।

Find Out More:

Related Articles: