নয়া অবতারে হাজির টি নটরাজন

A G Bengali
রবিবার টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন নটরাজন। দেখা যাচ্ছে, একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মাথা সম্পূর্ণ কামানো। কপালে তিলক। কালো টি-শার্ট এবং ডেনিম জিনসে তিনি সুসজ্জিত। গত ছ’মাসে জীবন অনেকটাই বদলে গিয়েছে নটরাজনের। প্রথমে আইপিএল, এরপর অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটেই অভিষেক। তাঁর উন্নতি রীতিমতো রূপকথার সামিল। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে অবশ্য ভারতীয় দলে জায়গা পাননি।
অন্যদিকে, ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এল ভারতীয় দলের সিরিজ জয়ের প্রসঙ্গ। পিএমও-র টুইটার অ্যাকাউন্টে করা মোদীর ভাষণের উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে কয়েক ঘণ্টা আগে বাড়ি ফিরলেও মোদীর মন্তব্য নজর এড়ায়নি বোর্ড সভাপতির। উত্তর দিয়েছেন রবি শাস্ত্রী, বিরাট কোহালিরাও। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, “এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ঝটকা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক।” প্রধানমন্ত্রীর এই ভাষণের উত্তর দিতে গিয়ে সৌরভ লিখেছেন, “অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।” প্রধানমন্ত্রীর ভাষণকে রিটুইট করে কোহালি তেরঙার ছবি পোস্ট করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, “আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে।”

Find Out More:

Related Articles: