স্থানীয় সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কোলাঘাট থেকে কলকাতামুখী ছাইয়ের কন্টেনার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। উল্টানো লরির পাশেই অ্যাম্বুলেন্স এনে, সেখান থেকে অক্সিজেনের নল ঢোকানো হয় চাপা পড়া ব্যক্তির নাকে। এ ভাবেই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দল চেষ্টা করছে, যাতে উল্টে যাওয়া লরির তলা থেকে ওই ব্যক্তিকে বের করে আনা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শেষ খবর অনুযায়ী, ওই ব্যক্তি এখনও জীবিত রয়েছে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দল চেষ্টা করছে, যাতে উল্টে যাওয়া লরির তলা থেকে ওই ব্যক্তিকে বের করে আনা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শেষ খবর অনুযায়ী, ওই ব্যক্তি এখনও জীবিত রয়েছে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
অন্যদিকে, হাওড়া-খড়গপুর ডিভিশনে যাত্রাপথ বদল হলো ৬ জোড়া ট্রেনের। আগামী সপ্তাহের সোমবার, অর্থাত্, ২০ ডিসেম্বর পর্যন্ত ১২টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। গতকাল থেকেই এই বদল কার্যকর করা হয়েছে। রেলের নির্দেশিকায় বলা হয়েছে, গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এই কারণেই যাত্রাপথে এই বদল। যে ট্রেনগুলি বদল করা হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে আপ লাইনের গাড়ি খড়গপুর থেকে ছেড়ে হাওড়া যাবে। আর ডাউন লাইনে মেদিনীপুরের বদলে খড়গপুর পর্যন্ত যাবে।