পুজোয় আসছে ‘গোলন্দাজ’

A G Bengali
চলতি বছরের পুজোয় সিনে-ময়দান জয় করতে আসছেন ‘নগেন্দ্রপ্রসাদ অধিকারী’। একই ভাবে, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ার মনোভাব নিয়েই এ বারের শারদ অর্ঘ্য সাজিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাঁদের আসন্ন ছবি 'গোলন্দাজ'-এ। পুজোয় তাঁদের অঞ্জলি এক ঝাঁক তারকা অভিনেতা। যাঁরা নিজেদের দক্ষতায় ‘ফুটবলের জনক’কে আগাগোড়া আগলিয়েছেন। এর পরেও কি গোল মিস করবেন দেব ওরফে নগেন্দ্রপ্রসাদ? বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পাওয়া ছবির ট্রেলার বলছে, তেমন কোনও সম্ভাবনাই নেই।

১৮৭৯ কলকাতা। মাত্র ১০ বছর বয়সে ময়দানে গোরা সৈন্যদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই অজেয় মহানায়ক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলছেন ধ্রুব। ছবির ২.৫০ মিনিটের ঝলকেই বোঝা গেল টিম তৈরি করেই মাঠে নেমেছে 'গোলন্দাজ'। দেশপ্রেম ও ফুটবলের আবেগকে ঝাঁ -চকচকে ফ্রেম ও চিত্রনাট্যের বাঁধনে ফুটিয়ে তুলতে মরিয়া পরিচালক। ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় রয়েছেন দেব। ছবিতে শোভাবাজারের রানি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় ঈশা সাহা। কমলিনীই সবসময় নগেন্দ্রপ্রসাদের পাশে ছিলেন। প্রথম থেকেই অনির্বাণ ভট্টাচার্য ছবির সারপ্রাইজ প্যাকেজ। তাঁকে ছবিতে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। ট্রেলারে কিছুটা ঝলক মিললেও তাঁকে কিন্তু রহস্যাবৃতই রেখেছেন নির্মাতারা। ছবিতে শোভাবাজারের রানি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় ঈশা সাহা। কমলিনীই সবসময় নগেন্দ্রপ্রসাদের পাশে ছিলেন। প্রথম থেকেই অনির্বাণ ভট্টাচার্য ছবির সারপ্রাইজ প্যাকেজ। তাঁকে ছবিতে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। ট্রেলারে কিছুটা ঝলক মিললেও তাঁকে কিন্তু রহস্যাবৃতই রেখেছেন নির্মাতারা।

Find Out More:

Related Articles: