পার্ট ১ - কোন দশটি দেশের সুন্দরীরা সবচেয়ে বেশিবার বিউটি কনটেস্টে ক্রাউন জিতেছেন

A G Bengali
বিশ্বের সুন্দরী মহিলা বাছাইয়ের একাধিক প্রতিযোগিতা দুনিয়া জুড়ে হয়। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় মূলত চারটি ওয়ার্ল্ড বিউটি কনটেস্ট। সেগুলি হল-১) মিস ইউনিভার্স, ২) মিস ওয়ার্ল্ড, ৩) মিস ইন্টারন্যাশানাল, ৪) মিস আর্থ। বিশ্বের মাত্র পাঁচটি দেশ এই চারটে বিউটি কনটেস্টেই অন্তত একবার করে মুকুট জিতেছে। এই চারটি সৌন্দর্য প্রতিযোগিতা বা বিউটি কনটেস্টে শিরোপা জয়ী দেশের মহিলাদের সবচেয়ে বেশি কোন দেশ হয় একবার জেনে নেওয়া যাক--- এইসব সুন্দরী বাছাই প্রতিযোগিতায় মহিলাদের সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, মেধারও যাচাই করা হয়। ১০) মেক্সিকো, সুইডেন (৬ বার করে): উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মডেলদের দুনিয়া জোড়া সুনাম আছে। আর ইউরোপের দেশ সুইডেনের মহিলাদের সৌন্দর্যের খ্যাতি বিশ্বজোড়া। 

৯) ব্রাজিল (৬ বার): সাম্বা নাচের দেশ ব্রাজিলের মহিলাদের সৌন্দর্যের মাদকতায় মত্ত থাকে গোটা বিশ্ব। ব্রাজিলের মহিলারা একবার  বিশ্ব সুন্দরী (১৯৭১) প্রতিযোগিতায়, দুবার মিস ইউনিভার্স (১৯৬৩,১৯৬৮), একবার মিস ইন্টারন্যাশানল (১৯৬৮) ও দুবার মিস আর্থ (২০০৯,২০১০)-এ শিরোপা জেতে। বিশ্বের মাত্র পাঁচটি দেশ এই চারটে বিউটি কনটেস্টেই অন্তত একবার করে মুকুট জিতেছে। ব্রাজিল তার মধ্যে একটি দেশ। ৮) দক্ষিণ আফ্রিকা( ৬বার): কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ-দু ধরনের মহিলারাই দক্ষিণ আফ্রিকাকে বিশ্বের সেরা বিউটি কনটেস্টে শিরোপা এনে দিয়েছেন।৭) গ্রেট ব্রিটেন (৭ বার): রানী এলিজাবেথেরে দেশের মেয়েরা সুন্দরের প্রথম সংজ্ঞা হিসেবে ধরা হয়। বিউটি উইথ দ্য ব্রেনের সেরা উদাহরণ ব্রিটেনের মহিলারা। পাঁচবার মিস ওয়ার্ল্ড ও দুবার মিস ইন্টারন্যাশানালের খেতাব জিতেছেন ডজায়নার দেশের মহিলারা। ৬) অস্ট্রেলিয়া (৮ বার): দু বার মিস ওয়ার্ল্ড, দু বার মিস ইউনিভার্স, ও তিনবার মিস ইন্টারন্যাশানলের খেতাব জিতেছে অস্ট্রেলিয়ার মহিলারা। ক্যাঙারুর দেশের মেয়েরা সৌন্দর্য অন্য যে কোনও দেশকে লাফিয়ে টপকে যায়।


Find Out More:

Related Articles: