করোনা মুক্ত সোনু সুদ

A G Bengali
১৭ এপ্রিল নেটমাধ্যমে তাঁর সংক্রমণের খবর দিয়েছিলেন নিজেই। সোনুর অসুস্থতার খবর ছড়াতেই ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। তাঁদের মতে, ‘দেশে আবার করোনা বাড়ছে। এখন আপনাকেই সব চেয়ে বেশি দরকার ছিল’। সোনু যদিও জানিয়েছিলেন তিনি ‘সুপার পজিটিভ’। ঘরে বসেই অসহায়দের পাশে থাকবেন। সেই মতো ফোনে, নেটমাধ্যমে তিনি সাহায্য করেছেন।  শুক্রবার বিকেলে নেটমাধ্যমে করোনা মুক্ত হওয়ার খবরও দেন নিজেই। 

অন্যদিকে,  মরণাপন্ন করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিল্লি পাঠালেন সুস্মিতা সেন (Sushmita Sen)। তবে নেটিজেনদের একাংশের খোঁচাও সইতে হল অভিনেত্রীকে। কারণ, মুম্বই থেকে দিল্লিতে অক্সিজেন পাঠাচ্ছেন। আর দেশের মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রেই। অক্সিজেন না থাকায় ভেঙে পড়েছেন মুম্বইয়ের শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগ্গর। ওই ভিডিয়ো টুইট করে সুস্মিতা (Sushmita Sen) লিখেছেন, ''এই ঘটনা হৃদয়বিদারক। সব জায়গায় অক্সিজেনের সঙ্কট। আমি এই হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছি। কিন্তু মুম্বই থেকে দিল্লিতে পাঠাতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন।'' টুইটারে সুস্মিতা লিখেছেন,''ওই হাসপাতালটি অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে। এতে অক্সিজেন পাঠাতে খানিকটা সময় পেলাম আমরা। সচেতনতা বাড়ানো ও সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ। এভাবেই ভালো মন রাখুন।'' আর একটি টুইটে সুস্মিতা জানান,''দারুণ সুখবর। টুইটার বন্ধুদের ধন্যবাদ। মুম্বই থেকে দিল্লির হাসপাতালে পৌঁছে গিয়ে অক্সিজেন সিলিন্ডার। আমি কৃতজ্ঞ।'' তবে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

Find Out More:

Related Articles: