কান্নায় ভেঙে পড়লেন জুটির আর এক স্তম্ভ

A G Bengali
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বলিউডের বিখ্য়াত সঙ্গীত পরিচালক দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন। কো-মর্বিডিটি ছিল শ্রবণের। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তাঁর শরীর আরও খারাপ হতে থাকে। পরিস্থিতি অতি সঙ্কটজনক বুঝেই ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় শ্রবণকে। কিন্তু শেষ পর্যন্ত শ্রবণ মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে হেরে গেলেন সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর (Shravan Rathod) বলিউডের বিখ্য়াত নদিম-শ্রবণ জুটির (Nadeem-Shravan) শ্রবণের প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্য়ুকালে শ্রবণের বয়স হয়েছিল ৬৭। 

অন্যদিকে, শ্রবণের মৃত্যুর খবর পাওয়ার পরেই নাদিমের সঙ্গে যোগাযোগ করেছিল মুম্বইয়ের এক সংবাদসংস্থা। কান্নায় ভেঙে পড়েছেন সুরকার। মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। নিজেকে অসহায় মনে হচ্ছে। বলেছেন, ‘‘এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তাঁর পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষ বারের মতো দেখতে পারলাম না। একসঙ্গে বড় হয়েছি আমরা। কোনও দিন যোগাযোগ বিচ্ছিন্ন হইনি। সে আর নেই।’’ প্রসঙ্গত, নয়ের দশকে নাদিমের সঙ্গে জুটি বেঁধে শ্রবণ একের পর এক হিট দিয়েছেন। নব্বইয়ের দশকে নাদিম আখতার সইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রবণ। বলিউডে নাদিম-শ্রবণ নামেই পরিচিত ছিলেন তাঁরা। ‘সজন’, ‘সড়ক’, ‘পরদেশ’, ‘আশিকি’-র মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন দুই সঙ্গীত পরিচালক।

Find Out More:

Related Articles: