
শরীরী হিল্লোলে নেটদুনিয়ায় ঝড় তুললেন অঙ্কিতা
অন্যদিকে, পরনে 'সি গ্রিন' রঙের পাতলা শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ। 'লুটেরা' ছবির জন্য মোনালি ঠাকুরের গাওয়া 'সওয়ার লু' গানে নাচলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। নিজের নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দী করে সোশ্যালে পোস্টও করেছেন অভিনেত্রী। শরীরী হিল্লোলে ঝড় তুলেছেন নেট দুনিয়ায়। ভিডিয়োটি পোস্ট করে অঙ্কিতা ক্যাপশানে লিখেছেন 'শাড়ি ডান্স উইথ গুড মিউজিক, হোয়াট অ্যা কম্পিনেশন'। অঙ্কিতার এই নাচ মনে করাচ্ছে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়দের কথা। একসময় বলিউডের বহু ফিল্মে শাড়ি পরে শ্রীদেবী, মাধুরী, রানিদের নাচ ঝড় তুলেছিল। সেকথাই যেন মনে করালেন অঙ্কিতা।