৫০টি সিমকার্ড বদল! একাধিক নম্বরের একটিও সুশান্তের নিজের নামে নেই!

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। কিন্তু এরই মাঝে সুশান্ত মামলায় আগেই উঠে এসেছে অভিনেতার একাধিকবার ফোন নম্বর বদলানোর কথা। খবরে প্রকাশ, তদন্তে বিহার পুলিস জানতে পেরেছে, সুশান্তের একটা সিমকার্ডও তাঁর নামে রেজিস্টার ছিল না। জানা যাচ্ছে, সুশান্ত যতগুলি ফোন নম্বর ব্যবহার করতেন, তার মধ্যে একটি রুমমেট সিদ্ধার্থ পাঠানির নামে রেজিস্টার করা। বিহার পুলিসের তরফে এবিষয়ে জানানো হয়, ''সুশান্তের একাধিক ফোন নম্বরের একটিও তাঁর নিজের নামে রেজিস্টার করা নেই। এখন আমরা ওই নম্বরগুলি থেকে কল ডিটেলস খতিয়ে দেখতে চাই। ইতিমধ্যেই এই কাজ আমরা শুরু করে দিয়েছি।'' 

Find Out More:

Related Articles: