গোবিন্দার গানে নাচছেন, ভাইরাল সুশান্তের ভিডিয়ো
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে এরই মধ্যে সুশান্ত সিংহ রাজপুতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। গোবিন্দা ও করিশ্মার কাপুরের সেই জনপ্রিয় ছবি 'হিরো নম্বর ওয়ার', আর সেই বিখ্যাত বলিউড গানের সঙ্গে জমিয়ে নাচছেন সুশান্ত। সঙ্গে তাল মেলাচ্ছে সুশান্তের প্রিয় কুকুর ফাজ। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুশান্ত ও তাঁর প্রিয় পোষ্য ফাজের এই বিশেষ মুহূর্ত।
View this post on InstagramSushant Singh Rajput definitely knew how to chill out on lazy days! . . For more updates follow @peeping.moon . . #sushantsinghrajput #ssr #fudge #bollywood #actor #instagram #remembering #throwback #remeberingsushant #ripsushantsinghrajput #ripssr #chichhore #msdhoni #kedarnath #dilbechara #breaking #peepingmoon #peepingmoonbollywood A post shared by PeepingMoon (@peeping.moon) on