লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি কোথায় স্বাধীনতা দিবস উদযাপন করলেন দেখুন

GHOSH ARPAN

বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হারের পরই বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে কবে তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলবেন কি না সে প্রশ্নও উঠে যায়। আবার শোনা যায় আগামী বছর টি ২০ বিশ্বকাপ খেলে তবেই তিনি অবসর নেবেন। তবে সে জল্পনা চললেও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ধোনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। জানা যায়, বিশেষ অনুমতি নিয়ে তিনি জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে থাকতে চান। এমনিতেই ধোনির দেশভক্তি প্রশ্নাতীত। ধোনির গ্লাভসেও বলিদান চিহ্ন নিয়ে কম বিতর্ক হয়নি। অবশেষে আইসিসির নিষেধে সেই চিহ্ন পরা গ্লাভস বাদ দিয়েই তাঁকে পরবর্তী ম্যাচে নামতে হয়। এতকিছুর পর বোর্ডের অনুমতি মিললে ৩১ জুলাই থেকে দক্ষিণ কাশ্মীরে ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ প্রশিক্ষণ শুরু হয় মহেন্দ্র সিং ধোনির। ১৫ দিন পর আজ তাঁর প্রশিক্ষণ শেষ হয়।

 

তবে স্বাধীনতা দিবস কোথায় উদযাপন করলেন তিনি, কীভাবে উদযাপন করলেন এ কৌতুহলের অন্ত ছিল না। যদিও আগেই জানানো হয়েছিল তিনি লাদাখে থাকবেন। খবর অনুযায়ী মহেন্দ্র সিং ধোনি লাদাখেই স্বাধীনতা দিবস উদযাপন করেন। শুক্রবার পর্যন্ত সেনাদের সঙ্গে তিনি লাদাখেই থাকবেন। জানা গিয়েছে, এদিন সকালে তিনি লাদাখে পৌঁছন। তারপর ব্রেকফাস্ট সেরে সেনা হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন ধোনি। তারপর আর্মি সদভাবনা স্কুলে যান। সেখানে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মাহি।    

 



Find Out More:

Related Articles: