ওভাল টেস্ট জিতল টিম ইন্ডিয়া
ইংল্যান্ডের দুই ওপেনারই হাফসেঞ্চুরি ইনিংস দলকে উপহার দিয়েছিলেন। ৫০ রান করেন রোরি বার্নস এবং ৬৩ রান করেন হাসিব হামিদ। এছাড়া অধিনায়ক জো রুট করেন ৩৬ রান এবং ১৮ রান করেন ক্রিস ওকস। এছাড়া চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর কোনও ব্রিটিশ ব্যাটসম্যান দশের উপর রান স্পর্শ করতে পারেননি। ইংল্যান্ডকে থামতে হলো ২১০ রানে। ১৫৭ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া। ওভালে এই মুহূর্ত এল দীর্ঘ ৫০ বছর পর। ১৯৭১ সালে এই মাঠেই জিতেছিল অজিত ওয়াদেরকরেরর ভারত।
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ একটাও উইকেট পাননি। তবে দলের বাকি বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব নেন তিনটে উইকেট। এছাড়া দুটো করে উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর। ম্যান অফ দ্য ম্যাচ হন রোহিত শর্মা।