শিলং ঘুরতে গিয়ে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা

frame শিলং ঘুরতে গিয়ে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা

GHOSH ARPAN

দুর্গাপুজোর পর টলিউডের অনেক অভিনেতা –অভিনেত্রী পাড়ি দিয়েছেন দেশ-বিদেশে।\r\nসারা বছর ব্যস্ততার মাঝে নিজেদের জন্য একটু সময় বের করতেই পুজোর পর ঘুরতে গিয়েছেন\r\nএকাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এবার সেই তালিকায় অভিনেত্রী অঙ্কিতা মজুমদারও। এ বছরই\r\n‘ইচ্ছে পূরণ’ হয়েছে তাঁর। ছোট থেকে\r\nসিঁদুর খেলার ইচ্ছে থাকলেও সামাজিক রীতি মেনে তা সম্ভব হয়নি। তাই বিয়ের পরই\r\nএতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। আর বিজয়া শেষেই স্বামী সৌমিত্র পালের সঙ্গে শিলং ঘুরতে\r\nগেলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও শেয়ারও করেছেন অঙ্কিতা। ছবি\r\nদেখে অঙ্কিতা আর সৌমিত্র যে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন তা বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে।

Find Out More:

Related Articles:

Unable to Load More