রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে অস্বীকার শ্রদ্ধার!

frame রণবীর কাপুরের সঙ্গে কাজ করতে অস্বীকার শ্রদ্ধার!

GHOSH ARPAN

ব্যাক টু ব্যাক পরপর দুটি ছবি হিট। বক্স অফিসে দাপিয়েছে শ্রদ্ধা কাপুরের অভিনীত সাহু, ছিছোরের মতো ছবি। গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই, শ্রদ্ধা কাপুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগণ ও রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের জন্য। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা। সূত্রের খবর, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি টাকা বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন শ্রদ্ধা। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি রামায়ণ-এ সীতার চরিত্রে অভিনয়রে অফার এসেছে শ্রদ্ধার কাছে। এ খবর নিয়ে কোন পক্ষই কোনও কিছউ জানায়নি।

অন্যদিকে, যশ রাজ ফিল্মের ব্যানারে যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয় কুমারের জন্মদিনে তাঁর ভক্তদের জন্য এই খবর ঘোষণা করল প্রযোজনা সংস্থা। ছবিটির পরিচালক ডক্টর চন্দ্রপ্রাকশ দ্বিবেদী। আগে তিনি চোট পর্দায় চানক্য ধারাবাহিকে নির্দেশনার জাক করেছেন। এছাড়া তাঁরই পরিচালনায় পিঞ্জর ছবিটি অনেক পুরষ্কার পেয়েছে। এবার তাঁর পরিচালতেই আসতে চলেছে পৃথ্বীরাজ চৌহান। যেহেতু অ্যাকশন মুভিতে তাঁর জুড়ি মেলা ভার, তাই পৃথ্বীরাজের চরিত্রে দর্শককে ভরপুর অ্যাকশন দেখাতে পারবেন তিনি। তবে ছবিতে লুক কেমন হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে তাঁর ভক্তদের। শোনা যাচ্ছে, পৃথ্বীরাজ স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লারকে। যশ রাজ ফিল্মসের হাত ধরেই তাঁর বলিউডে প্রবেশ ঘটছে।  


Find Out More:

Related Articles:

Unable to Load More