এই প্রথম বাংলা ছবিতে নিবেদকের ভূমিকায় মধুর ভাণ্ডারকর, কোন ছবি জেনে নিন
বৃষ্টি বিকেলে
অপু-দুর্গার ‘নেবু পাতায় করমচা’, আবার অসুস্থ
দুর্গার ভাই অপুকে করুণ আকুতি- আমি সেরে উঠলে রেল গাড়ি দেখাবি ? এ কি আর ভোলার! শুধু ‘পথের পাঁচালি’ কেন ‘অপুর সংসার’-এ সদ্য বিয়ে হয়ে আসা অপর্ণা সিগারেটের প্যাকেটের উপর লিখে
দেওয়া- খাওয়ার পর একটা করে। এই রসায়ন, এই সাংসারিক জীবন
কি ভুলে যেতে পারে বাঙালি! বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী সৃষ্টিকে অমর
করে রেখেছেন সত্যজিত রায়। মাঝখানে কেটে গিয়েছে ৬০টি বছর। আবার অপু ফিরছে বড়
পর্দায়। ছবির নাম- ‘অভিযাত্রিক।’ অপুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুন চক্রবর্তিকে। আর
অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দ্বীতিপ্রিয়া রায়কে। ইতিমধ্যেই
শুরু হয়েছে শুভ মহরত। ছবির পরিচালক শুভ্রজিত মিত্র।
অপু দেশ কালের গণ্ডি ছাড়িয়েছে। এখন অপু আন্তর্জাতিক। আর এই অমর ছবির ফের পর্দায় ফিরে আসার ঘটনায় কেউ জড়াতে চায় না, এমনটা ভাবাও বোধহয় ভুল হবে। তাই এই প্রথম বাংলা সিনেমায় নিবেদকের ভূমিকায় দেখা যাবে বলিউড পরিচালক মধুর ভাণ্ডারকরকে। বাংলা সিনেমায় নিবেদকের ভূমিকা নিয়ে মধুর ভাণ্ডারকর বলেছেন, “অপু এমনই একটি চরিত্র যাকে সারা পৃথিবী ভালবেসেছে। সত্যজিতের জায়গায় পৌঁছনোর মতো ক্ষমতা আমাদের নেই। একজন পরিচালক হিসেবে আমার মনে হয় আর একজন পরিচালক যা করতে চাইছেন তাতে উৎসাহ দেওয়া। বিভূতিভূষণের উপন্যাসে এমন অনেক চরিত্র রয়েছে যা সত্যজিত তাঁর ছবিতে দেখাননি। অপু এবং তাঁর ছেলে কাজলের মধ্যেকার সম্পর্কের কথাই বলবে এই ছবি।”
সিনেমাপ্রেমী দর্শকরাও অপেক্ষা করা শুরু করেছে সেই নস্ট্যালজিয়ায় ফিরে যেতে।