দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে

frame দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে

A G Bengali
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী পাঁচদিন। তবে আগের ঘাটতি পূরণের কোনও লক্ষণ আকাশে দেখা যাচ্ছে না। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে তাপমাত্রা আরও বাড়বে শহরে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ২.২ মিলিমিটার।

তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মোটের উপর উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এরপর উত্তরবঙ্গে সেই অর্থে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে৷ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৭ শতাংশ। দুর্বল মৌসুমী বায়ু থাকার কারণে বৃষ্টির ঘাটতি শুরু হয় জুন মাস থেকেই। সেই ঘাটতি পূরণ হয়নি, বরং ক্রমশ বেড়েছে। আগামী কয়েকদিনে বৃষ্টির ঘাটতি পূরণ হবার নয়। তবে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গে আপাতত ৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি রয়েছে।

Find Out More:

Related Articles:

Unable to Load More