![বরুণ কি আংটি বদল সেরে ফেললেন!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/varun dhawan and natasha dalal engagement news viral-415x250.jpg)
বরুণ কি আংটি বদল সেরে ফেললেন!
একেবারে লুকিয়ে কি আঁটি বদল সেরে ফেললেন বরুণ ধাওয়ান! বলিউডে গুঞ্জন সেরকমই।
জানা গিয়েছে, ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন
বরুণ। বিয়ে হতে পারে ২০২০ সালে। যদিও নিজেদের আংটি বদল নিয়ে একটা কথা বলেননি
বরুণ-নাতাশা। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২০১৮ সালে এই বাগদান পর্ব সেরে
ফেলেছেন বরুণ-নাতাশা। পরিবার এবং খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া এ বিষয়ে কেউ জানেন না
বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, হলিউড ছবির অফিসিয়াল রিমেক একেবারে নতুন নয়। কিন্তু সেই ছবি যদি ফরেস্ট গাম্প হয় ? হ্যাঁ, এতদিন এই ছবির নির্মাতারা কিছুতেই কাউকেই রাইটস দেননি। অবশেষে পাঁচ বছর কথপোকথন চলার পর নির্মাতাদের বুঝিয়ে এই ছবির অফিসিয়াল রিমেক বানানোর ছাড়পত্র পেলেন আমির খান। নিজের জন্মদিনে একথা জানিয়েছেন মিস্টার পারফেক্টসানিস্ট। তিনি জানান, ছবিটিকে যথাযথ মর্যাদা দিয়ে বানানো হবে। ইতিমধ্যেই ২০ কিলোগ্রাম ওজনও কমিয়েছেন তিনি। নির্দিষ্ট কড়া ডায়েটে নিজেকে বেঁধে রেখেছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন। যিনি সিক্রেট সুপারস্টার ছবিটির প্রযোজনা করেছেন। লাল সিং চাড্ডায় ভূমিকায় আমির খানকে এই সিনেমায় অবিনয় করতে দেখা যাবে। এই ছবিতে অভিনয় করবেন করিণা কাপুর খানও। আবার এই প্রথম মা হবেন অ্যামি জ্যাকসন। কিন্তু গর্ভাবস্থায় কেমন আছেন তিনি সে কথা জানাতে টপলেস ছবি পোস্ট করেছেন তিনি। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী টপলেস বেবি বাম্পের পোস্টের ছবি এখন ভাইরাল। ছবি পোসিটের পর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই বলিউডে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। অ৭য় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।