করোনার শিকার হ্যাঙ্কস দম্পতিও

frame করোনার শিকার হ্যাঙ্কস দম্পতিও

Biswas Riya

টুইটারে টম লিখেছেন ‘‘রিটা আর আমি অস্ট্রেলিয়ায় এসে অসুস্থ। কয়েক দিন ধরে খুব ক্লান্ত লাগছিল। ঠান্ডা লেগেছিল, সেই সঙ্গে গায়ে ব্যথা। রিটার মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগত। হাল্কা জ্বরও ছিল। এখন গোটা বিশ্বে যা অবস্থা, তাতে যেটা করা উচিত, সেটাই করেছি। আমরা করোনাভাইরাস টেস্ট করাই। রিপোর্ট পজ়িটিভ এসেছে।’’ টম আরও লিখেছেন, ‘‘এখন কী করব? স্বাস্থ্য বিষয়ক আধিকারিকেরা কিছু নিয়ম জানিয়েছে, সেটা মেনে চলতে হবে। আরও পরীক্ষা হবে, পর্যবেক্ষণে থাকতে হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে যত দিন বলা হবে, আলাদা (আইসোলেশন) থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের খবর দিতে থাকব।’’ 

 

 

দেশে থাকলে হয়ত এতটা স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতেননা। কিন্তু আমেরিকা ছেড়ে বহু দূরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তা-ই ঝুঁকি নেননি। তা ছাড়া বৌয়েরও শরীর ভাল নেই। তাই পরীক্ষা করিয়ে ফেলেন দু’জনে। তাতেই ধরা পড়ল, করোনা-আক্রান্ত হলিউডের অভিনেতা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন। 

 

 

ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, এলভিস প্রেসলিকে নিয়ে তৈরি একটি ফিল্মের প্রি-প্রোডাকশনের কাজ করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অভিনেতা। প্রেসলির ম্যানেজার কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয় করছেন টম হ্যাঙ্কস। প্রেসলির চরিত্রে রয়েছেন অভিনেতা অস্টিন বাটলার। ছবির পরিচালনায় বাজ় লাহরাম্যান। ওয়ার্নার ব্রাদার্স আজ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে— ‘‘অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতরের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কে কে এর মধ্যে ওঁর সংস্পর্শে এসেছিলেন, সে সবও খতিয়ে দেখা হচ্ছে। সংস্থার সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ছবি তৈরির কাজে পৃথিবীর যে প্রান্তে যাঁরা রয়েছেন, সকলের নিরাপত্তার কথা ভেবে আগাম সতর্কতা নেওয়া হবে।’’

 

 

 

Find Out More:

Related Articles:

Unable to Load More