শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের আপত্তি , মুম্বই-আহমেদাবাদ মোদীর স্বপ্নের বুলেট ট্রেন কী অধরা থেকে যাবে ?
নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেন আর চলবে না । কারণ শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার সিদ্ধান্ত নিতে চলেছে মোদীর মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কোনো অর্থ বরাদ্দ করবে না । শিবসেনা ও কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, ওই প্রকল্পে অর্থ বরাদ্দে কোনও আগ্রহ নেই নতুন সরকারের। কারণ, প্রকল্পের জন্য তারা যথেচ্ছ বৃক্ষছেদনের বিরোধী। তাতে কৃষকের ক্ষতি হবে বলে।
শিবসেনা মুখপাত্র মনীষা কায়ান্দে বলেছেন, ‘‘বুলেট ট্রেন প্রকল্পে নতুন সরকার কোনও অর্থ বরাদ্দ করবে না। প্রকল্প বাস্তবায়িত করতে চাইলে, কেন্দ্রীয় সরকারকেই সব ব্যয়ভার বহন করতে হবে।’’ ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিন্জো আবে।
দলের মুখপাত্র কায়ান্দে আরও বলেছেন, ‘‘মুম্বই মেট্রো রেল কর্পোরেশন অবশ্য ইতিমধ্যেই ওই কাজের জন্য অনেক গাছ কেটে ফেলেছে। কিন্তু এখন আর একটি গাছও কাটতে দেওয়া হবে না। এই সবই করা হবে কৃষকদের কল্যাণে। সাধারণ মানুষের কথা ভেবে। উদ্ধব ঠাকরেজী ইতিমধ্যেই এ কথা জানিয়ে দিয়েছেন।’’
বুধবার একই কথা বলেছেন শিবসেনা বিধায়ক ও পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সরকারের প্রতিমন্ত্রী দীপক কাসারকারও। তাঁর মন্তব্য, ‘‘আমাদের কাছে অগ্রাধিকার কৃষকদেরই। ব্যক্তিগত ভাবে আমি মনে করি বুলেট ট্রেনের কোনও প্রয়োজন নেই মুম্বইয়ে।’’ এক বর্ষীয়ান কংগ্রেস নেতাও বলেছেন, ‘‘ওই প্রকল্প এগিয়ে চললে কেন্দ্রকেই তার মূল্য চোকাতে হবে। মহারাষ্ট্রের নতুন জোট সরকার ওই প্রকল্পের জন্য কোনও ব্যয় বরাদ্দ করবে না। কারণ, বুলেট ট্রেন প্রকল্পের ফলে মহারাষ্ট্রের কোনও লাভ হবে না।’’