কর্মী ছাঁটাই বন্ধন ব্যাঙ্কে, থালা হাতে বিক্ষোভ কর্মীদের

Paramanik Akash
ছাঁটাই এর বিরুদ্ধে আন্দোলনে নামল বন্ধন ব্যাঙ্কের ঠিকা শ্রমিকরা। বুধবার পার্কস্ট্রিটে বন্ধন ব্যাংকের সামনে কন্ট্রাক্টচুয়্যাল অ্যান্ড কনট্রাক্ট ওয়ার্কমেন ইউনিয়ন পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত করা হয়। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ অনৈতিক ভাবে ঠিকা শ্রমিক দের ছাঁটাই করছে।
ইতিমধ্যে ১১ জনকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ তাদের। আন্দোলনকারীদের দাবি, ছাঁটাই হওয়া কর্মীরা শ্রমদপ্তরে অভিযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে পরবর্তী নিয়োগের সময় সুযোগ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ৪০ জনকে নিয়োগ করা হলেও ছাঁটাই হওয়া কাউকেই সুযোগ দেওয়া হয়নি।
শ্রমদপ্তরের নির্দেশকে অমান্য করছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ তাদের। এই ঘটনার প্রতিবাদে এদিন পার্কস্ট্রিটে বন্ধন ব্যাংকের সামনে হাতে পোস্টার ও থালা নিয়ে বিক্ষোভে সামিল হন ছাঁটাই হওয়া কর্মী ও সংগঠনের সদস্যরা। তারা দাবি জানান ব্যাংক কর্তৃপক্ষ শ্রম দপ্তরের নির্দেশকে দ্রুত মেনে নিন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য কিছুই বলতে রাজি হয়নি।


Find Out More:

Related Articles: