৪ বছরের ভাইকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াই ১১ বছরের দিদির!

Paramanik Akash
পৃথিবীতে সব থেকে সুন্দর সম্পর্কের মধ্যে অন্যতম ভাই বোনের সম্পর্ক। এমন খুনসুটি মিষ্টি মধুর সম্পর্ক দুনিয়াতে আর কটি আছে? কত এমন উদাহরণ তৈরি হয় এই গভীর সম্পর্ককে কেন্দ্র করে। তবে এবার উত্তরাখণ্ডের মাত্র 11 বছর বয়সী মেয়ে রাখি যা করল, তা কুনির্শ জানিয়েছেন সকলেই। জানা গেছে রাখি তার 4 বছরের ভাইয়ের প্রান রক্ষার জন্য চিতাবাঘের সাথে লড়াই করেছেন ।
 অক্টোবরের ৪ তারিখ আশ্চর্যজনক ঘটনা চোখে পড়ে।ওই দিন বিকেলে নিজেদের চাষের জমিত থেকে দেবকুন্ডাই গ্রামে  বাড়ি ফিরছিল রাখি ও তার  ভাই । সে সময় হঠাৎই হামলা চালায় এক চিতাবাঘ।
 জানা যায় সেই হামলায় চিতাবাঘের মূল লক্ষ্য ছিল চার বয়সী ছোট রাঘব। কিন্তু এই বিপদের মুখ থেকে উদ্ধার করার জন্য তার দিদি রাখি রুখে দাঁড়ায়। রাঘব কে শুইয়ে দিয়ে মায়ের মতো জড়িয়ে আঁকড়ে ধরল রাখি‌। সেই অবস্থায় রাখি কে আক্রমণ করে চিতাবাঘটি ।
চিতাবাঘের থাবায় মাথায় ও শরীরের নানা জায়গায় গুরুতর ক্ষত চিহ্ন হয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে দিল্লির রাম তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 11 বয়সী ছোট রাখি।


Find Out More:

Related Articles: