মিস ইংল্যান্ডের মুকুট খুলে স্টেথোস্কোপ গলায় বাঙালি কন্যা ভাষা
করোনা মোকাবিলায় দিশেহারা অবস্থা সারা বিশ্ব জুড়ে। কীভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে চিন্তিত সবাই। তাই এবার মিস ইংল্যান্ডের মুকুট খুলে স্টেথোস্কোপ গলায় বাঙালি কন্যা ভাষা মুখোপাধ্যায়। সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, মার্চের শুরুতে মিস ইংল্যান্ড তার জন্মস্থান ভারতে দাতব্য প্রতিষ্ঠান কভেন্ট্রি মার্সিয়া লায়ন্স ক্লাবের আমন্ত্রণে চার সপ্তাহের জন্য এসেছিলেন। এখানে স্কুল শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ও প্রতিবন্ধীদের সাহায্যে কাজ করছিলেন তিনি। প্রসঙ্গত, ভাষার আর এক পরিচয়, তিনি চিকিৎসক। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক এই বঙ্গতনয়া।
View this post on InstagramWhat a wonderful honour it was to be felicitated by one of the leading corporations in India - SARC . it was especially encouraging having Mr @therealkapildev honour me with his wise words and good wishes. outfit @officialelliewilde @missenglandnews A post shared by Dr Bhasha Mukherjee (@bhasha05) on