দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রবীণ কুমার
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেয় সিভিল লাইনস পুলিশ। ইতিমধ্যে ট্রাকের চালককে আটক করা হয়েছে। প্রবীণ ও তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে পুলিশ। এই নিয়ে দ্বিতীয়বার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। ২০০৭ সালে যখন সবেমাত্র আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন প্রবীণ, সেই সময় একবার দিল্লি - মীরাট রোডে গাড়ি থেকে পড়ে গিয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন প্রবীণ কুমার। টেস্টে ২৭টি, ওয়ান ডে ক্রিকেটে ৭৭টি ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৮টি উইকেট নেন তিনি। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে মাঠে নামেন এই ডানহাতি পেসার।