রাজ্যজুড়ে কুয়াশার দাপট
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার প্রভাব অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশা দেখা যেতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, পঞ্জাব সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীর ভ্যালি, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পঞ্জাব, চন্ডিগড় এবং হরিয়ানার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।