এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে হংকংয়ের। নিজাকত খান এদিন টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রোহিত শর্মাদের। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল। জবাবে হংকং নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫২ রান। রোহিত অ্যান্ড কোং জেতে ৪০ রানে। এই জয়ের সঙ্গেই ভারত এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল। এই ম্যাচে ২টি চার ও ১টি ছক্কা হাঁকান অধিনায়ক রোহিত শর্মা। আর এই রানের ইনিংস খেলেই রোহিত বিশ্বরেকর্ড করে ফেলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। রোহিত প্রথম ব্যাটার হিসাবে দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৩৫০০ রান পূর্ণ করেন। এই মুহূর্তে তাঁর রান ৩৫২০। রোহিতের ঠিক পিছনেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৩৪৯৭ রান)। রোহিত ফেরার পর কেএল রাহুল ৩৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। পাকিস্তানের বিরুদ্ধে রাহুল প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন। রানে ফিরলেন রাহুলও। মহম্মদ ঘজনফার বলে উইকেটের পিছনে ধরা পড়ে যান তিনি। বাকি ম্যাচ নিজেদের গ্রিপে নিয়ে নেন বিরাট কহোলি ও সূর্যকুমার যাদব। কোহলি ৪৪ বলে ঝকঝকে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার।
অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ১০টি উইকেটই নিয়েছিলেন পেসাররা। এ দিন ভুবনেশ্বর ভাল বল করলেও অর্শদীপ এবং আবেশ খান প্রত্যাশা পূরণ করতে পারলেন না। হংকংয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আবেশ খান চার ওভারে ৫৩ রান দেন। অর্শদীপ সিংহ চার ওভারে ৪৪ রান দিয়েছেন। সেই প্রসঙ্গে রোহিত বলেন, “আমরা ব্যাট করতে নেমে শুরুটা খুবই ভাল করেছিলাম। দিনের শেষে হংকংয়ের সামনে একটা বড় লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। তবে বোলিং বিভাগে আরও ভাল খেলা উচিত ছিল আমাদের।”