ফের ফেসবুক প্রোফাইল হ্যাকড ডোনা গাঙ্গুলির

A G Bengali
এই প্রথম নয়, এর আগেও দুবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। শনিবার ডোনার ভ্যারিফায়েড পেজ থেকে তাঁর একটি ছবি পোস্ট হয়, সেই পোস্টে দেখা যায়, ডোনা তাঁর বন্ধু হিসাবে এক মহিলার প্রোফাইল লিঙ্ক পোস্ট করেছেন। ডোনার দাবি তিনি ঐ পোস্টটি করেননি। তাঁর শেষ পোস্ট ৮ অগাস্ট। বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন ডোনা। তাহলে কে সেই পোস্ট করেছে, তা নিয়েই মনে সন্দেহ জাগে ডোনার। এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোনা। রবিবার ফের ঐ পেজ থেকে ডোনার একটি পুরনো ছবি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন নৃত্যশিল্পী।

অন্যদিকে, এএফসি কাপে খেলা হচ্ছে না এটিকে মোহনবাগানের। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। এর ফলেই মোহনবাগানের আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলা সম্ভব হচ্ছে না। ৭ সেপ্টেম্বর যুবভারতীতে আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। সবুজ-মেরুনের এই খেলতে না পারার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত দায়ী করেছেন এআইএফএফ-কেই। তিনি বলেন, “এর জন্য সম্পূর্ণ ভাবে দায়ী এআইএফএফ। তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই মোহনবাগান খেলার সুযোগ হারাল। এআইএফএফ কর্তাদের ক্ষমতা ধরে রাখার কারণেই এই পরিস্থিতি তৈরি হল। ভারতীয় ফুটবলে এটা একটা অন্ধকার দিন।” এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ খেলে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল মোহনবাগান। সেই সব ম্যাচ খেলা হয়েছিল যুবভারতীতে। এই সেমিফাইনালও খেলার কথা ছিল যুবভারতীতেই। কিন্তু সেই ম্যাচ আর খেলতে পারবে না মোহনবাগান।

Find Out More:

Related Articles: