টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক শাকিব

frame টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক শাকিব

A G Bengali
শাকিবের হাতেই ফের দায়িত্ব তুলে দিল বিসিবি। আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2022) পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022 ) টাইগার্সদের ব্যাটন সামলাবেন দেশের সেরা ও সবচেয়ে বিতর্কিত অলরাউন্ডার শাকিব। ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।  সেইজন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এশিয়া কাপ, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং তার পর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শাকিবই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। বোর্ড কর্তাদের সঙ্গে শাকিবের দীর্ঘ বৈঠকের পরেই অধিনায়ক হিসেবে তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করা হয়েছে। তবে সহ অধিনায়ক কে হচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।


অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলই চার গোল করে দিল শনিবার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে তারা পিছিয়ে রয়েছে ০-৪ গোলে। শনিবার বরনেমাউথকে চার গোল দেয় ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে জেফেরসন লারমা ব্যবধান বাড়ান। সিটির হয়ে গোল করেন ইকে গুন্দোগান, কেভিন ডি ব্রুইন এবং ফিল ফোডেন। অন্য ম্যাচে আর্সেনাল চার গোল দিলেও দু’গোল খেয়েছে। লেস্টার সিটির বিরুদ্ধে আর্সেনালের হয়ে দু’টি গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। একটি করে গোল করেন গ্রানিত জাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। শনিবার খেলতে নেমেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল প্রথমার্ধের শেষে পিছিয়ে ০-৪ গোলে। দ্বিতীয় ম্যাচেও হারের আশঙ্কায় তারা। শনিবার অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে এভারটনকে। ব্রাইটন বনাম নিউক্যাসেলের ম্যাচ গোল শূন্য। সাদাম্পটন এবং লিডস ইউনাইটেড ম্যাচও ড্র। উল্ভস এবং ফুলহ্যাম ম্যাচে কোনও গোল হয়নি।

Find Out More:

Related Articles:

Unable to Load More