দেখে নিন এশিয়া কাপে ভারতের দল

frame দেখে নিন এশিয়া কাপে ভারতের দল

A G Bengali
এশিয়া কাপের জন্য দল বেছে নিয়েছেন ভারতের নির্বাচকরা। সেই দলে উইকেটরক্ষক হিসাবে তিন জন ক্রিকেটার রয়েছেন। ঋষভ পন্থ, দীনেশ কার্তিক যেমন রয়েছেন, তেমনই দলে রয়েছেন লোকেশ রাহুল। সহ-অধিনায়ক রাহুলের খেলা নিশ্চিত। আইপিএলের পর আর খেলতে দেখা যায়নি লোকেশ রাহুলকে। চোটের কারণে খেলতে পারেননি তিনি। চোট সারার পর করোনা আক্রান্ত হন রাহুল। সেই কারণে একাধিক বিদেশ সফরে রাখা হয়নি তাঁকে। এশিয়া কাপের দলে ফেরানো হল অভিজ্ঞ রাহুলকে। সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ ক্রিকেটের আসর। ২৮ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতের দল। তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয় এবং অভিজ্ঞ যুজবেন্দ্র চাহাল দলে আছেন। পেস আক্রমণে আছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আবেশ খান এবং হার্দিক পান্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো না করলেও দিনেশ কার্তিক দলে জায়গা পেয়েছেন। স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা আছেন। জায়গা পেয়েছেন অভিজ্ঞ রবিশচন্দন অশ্বিন। অস্ট্রেলিয়ায় অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপেও ভারত এই দলের ওপর ভরসা রাখতে পারে। যুক্ত হতে পারেন কেবল বুমরাহ।

এবার একনজরে দেখে নিন এশিয়া কাপে ভারতের দল - রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণয়, আবেশ খান, দিপক হুডা, যুজবেন্দ্র চাহাল।
রিজার্ভ ক্রিকেটার: শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল এবং দিপক চাহার।

প্রসঙ্গত, এশিয়া কাপে এবার তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। দুই দল এরপর সুপার ফোরে উঠবে তা নিশ্চিত। সেখানে একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এমনকী দুই দল ফাইনালেও মুখোমুখি হতে পারে।

Find Out More:

Related Articles:

Unable to Load More